তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সুসংহত গণতন্ত্রের জন্য গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে হবে। তথ্যমন্ত্রী বলেন, শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী নেতা দরকার হয় না, প্রয়োজন শক্তিশালী গণমাধ্যম। এ ক্ষেত্রে গণমাধ্যমকে নিরপেক্ষ নয়, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রোববার রাজধানীর একটি হোটেল ‘আজকের পত্রিকা’র লোগো উন্মোচন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্যের সঙ্গে মিশ্রিত করো না, এ কথা পবিত্র কোরআনে আছে। মিথ্যাচার মানে সমালোচনা নয়। সমালোচনা চলে; খণ্ডিত তথ্য চলে না, ইতিহাস বিকৃত চলে না। মিথ্যাচার ও গুজবের ছাপ থেকে গণমাধ্যমকে বেরিয়ে আসতে হবে।
মন্ত্রী বলেন, গণমাধ্যম গণতন্ত্রের দর্পণ। এই দর্পণ সব সময় পরিষ্কার-স্বচ্ছ রাখতে হবে। এ দায়িত্ব গণমাধ্যমকর্মীদেরও রয়েছে। গণমাধ্যম খণ্ডিত তথ্যের বাহন হবে না বস্তুনিষ্ঠতার ছাপ হবে।