ইসি বিতর্কিত তার পক্ষে আর দাঁড়ানোর সুযোগ নেই : শাহদীন মালিক

0
128
Print Friendly, PDF & Email

সাম্প্রতিক কালের নির্বাচনগুলোতে নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকার দেখে এখন আর কমিশনের পক্ষ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

নাগরিক ঐক্য‘র উদ্যোগে ‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়- বিকল্প ভাবনা’ শীর্ষক এই বৈঠকের আয়োজন করা হয়।

ড. শাহদীন মালিক বলেন, নির্বাচন কমিশন যে পর্যায়ে পৌঁছে গেছে, এখন আর তার পক্ষে দাঁড়ানো যায় না। এখন নিজেদের মধ্য থেকেই নির্বাচন কমিশন ঘোষণা করতে হবে, নিজ উদ্যোগে।

নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, এটা কোনো নির্বাচন নয়, এটা পাঁচ বছরে একটি এলাকায় লুটপাটের ইজারা। এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে।
তিনি বলেন, উপজেলা নির্বাচনে সবাই বিবস্ত্র হয়ে গেছে। স্বরূপ বের হয়ে গেছে সবার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের কারণে সারা দেশে এখন জামায়াতে ইসলামের জয়জয়কার হয়ে গেছে বলেও মনে করেন ড. শাহদীন।

তিনি বলেন, ইতিহাসে শেখ হাসিনার অবদান কী হবে- ছোট, না বড়, তা নিয়ে আলোচনা হবে।

সংগঠনের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার সঞ্চালনায় বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আমেনা মোহসীন, বাংলাদেশের কম্যুনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সংস্থার (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান, সাংবাদিক আশরাফ কায়সার প্রমুখ।

শেয়ার করুন