কৌশলী হেফাজত, নিশ্চুপ শফী হঠাৎ ফেনীতে

0
260
Print Friendly, PDF & Email

দেশের আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ দীর্ঘদিন ধরেই নিশ্চুপ। সারাদেশের মানুষ যখন সংগঠনটি ভুলে যেতে বসেছে ঠিক তখনই হঠাৎ করেই সোমবার ফেনী আসছেন আল্লামা শফী ও জুনায়েদ বাবুনগরী। ইসলাহী সম্মেলনের নামে তারা ফেনী আসছেন। সম্মেলনের অনুমতিও দিয়েছে প্রশাসন।

ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে এর আগে গত মঙ্গলবার ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে ‘ফেনী জেলা সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত ইসলাহী সম্মেলেন হওয়ার কথা ছিল। ওই সম্মেলনের অনুমতি না দিলেও প্রচারণা চালিয়েছেন হেফাজতের আমীর আল্লামা শফী ও সেক্রেটারী জুনায়েদ বাবুনগরী।

সংগঠনের ফেনী জেলা সেক্রেটারি মুফতি রহিমউল্লাহ জানান, আল্লামা শফী কোনো রাজনৈতিক ইস্যুতে আসছেনা। তিনি ধর্মীয় বয়ান করতে আসবেন।

শেয়ার করুন