নওগাঁর মান্দা উপজেলার ক্ষুদ্র ও প্রানত্মিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার, বীজ এবং সেচ সহায়তা বাবদ অর্থ বিতরন করা হয়েছে৷ রোববার বেলা ১১ টায় মান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে নওগাঁ কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস এম নুরম্নজ্জামান মন্ডল কৃষকদের মাঝে বিনামুল্যে এই সার, বীজ এবং সেচ সহায়তা বাবদ অর্থ বিতরন করেন৷
মান্দা উপজেলা নির্বাহী অফিসার সাহানা আকতার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সার বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু, থানা আওয়ামী লীগের সাধারণ সরদার মোঃ জসিম উদ্দিন, জেলা শষ্য উত্পাদন বিশেষজ্ঞ মোঃ হাবিবুল হক, মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিষ্ণুপদ সরকার কার্তিক, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন৷
আউশ ধান চাষের প্রনোদনা স্বরম্নপ মান্দা উপজেলার ৩ হাজার ১৮০ জন ক্ষুদ্র ও প্রনত্মিক কৃষকদের প্রত্যেককে ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে৷ এ ছাড়াও সেচ সহায়তা বাবদ প্রত্যেককে নগদ ৩শ টাকা করে প্রদান করা হয়৷ #