নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে জাল টাকা কেনা বেচা করার সময় ওমর আলী (৩৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব৷ রোববার সকাল ১১ টার দিকে উপজেলা হরতকীডাঙ্গা বাজার থেকে হাতে নাতে ৩ লাখ ৮৭ হাজার জাল টাকাসহ আটক করা হয়৷ ওমর আলী ধামরইহাট উপজেলা চকপ্রসাদ গ্রামের আলাবঙ্ মন্ডলের ছেলে৷
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ওমর আলী হরতকীডাঙ্গা বাজারে জাল টাকা কেনা বেচার জন্য অবস্থান করছে৷ এমন সংবাদের ভিত্তিতে সকাল ১১ টার দিকে হরতকীডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে ওমর আলীর কাছ থেকে ৩শ’ ৮৭ টি এক হাজার টাকার নোটসহ আটক করে৷ তিনি আরো জানান, ওমর আলী দীর্ঘদিন থেকে জাল টাকা কেনা বেচার করে আসছিল৷ এ ব্যাপারে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে৷#