কুরআনের আলো-ক্ষুদে প্রতিভার সন্ধানে : সিলেট বিভাগীয় বাছাই প্রতিযোগিতা ১৭ এপ্রিল

0
150
Print Friendly, PDF & Email

প্রতি বছরের মতো এবারো শুরু হয়েছে জনপ্রিয় ইসলামি রিয়ালিটি শো ও জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ‘পবিত্র কুরআনের আলো ক্ষুদে প্রতিভার সন্ধানে-২০১৪’৷ ৬ ষ্ঠ বারের এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গত ১লা এপ্রিল থেকে প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হয়েছে৷ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন৷ অনূধর্্ব-১৫ বছরের হাফেজরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন৷ রেজিস্ট্রেশন করার নিয়মাবলী: মোবাইলের ম্যাসেজ অপশনে থেকে এ জন্য তাদেরকে চছঅ <স্পেস>নাম<স্পেস> বয়স <স্পেস>জেলার নাম লিখে পাঠিয়ে দিন ১৬১৬ নম্বরে ৷ তবে সিলেট,সুনামগঞ্জ,হবিগঞ্জ ও মৌলভীবাজারের প্রতিযোগিদের চুড়ান্তপর্বে অংশ নিতে বিভাগীয় বাছাই পর্বে অংশ নিতে হবে৷ সিলেট বিভাগীয় বাছাই প্রতিযোগিতা আগামী ১৭ এপ্রিল বৃহস্পতিবার নগরীর উপশহর বি ব্লক বায়তুল মামুর জামে মসজিদে সকাল ৯ ঘটিকায় শুরু হবে৷ সিলেট বিভাগীয় বাছাই প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের ০১৭১৯৩৯৬৮১২, ০১৮২৭১৪৮২৫১ নম্বরে ফোন করে নাম তালিকাভুক্ত করতে হবে৷
উল্লেখ্য, প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে পাঁচ লাখ, তিন লাখ ও এক লাখ টাকা৷ এ ছাড়াও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগী ও তাদের শিক্ষকদের জন্য পবিত্র উমরাহ পালনের সুযোগ রয়েছে৷ টপ টেন প্রিিতযোগীর মধ্যে চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারীর জন্য ৫০ হাজার টাকা করে এবং ষষ্ঠ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেকের জন্য রয়েছে ২০ হাজার টাকা করে একাদশ থেকে ২৫ তম পুরস্কার ১০ হাজার টাকা করে৷

বাতর্াপ্রেরক
হাফিজ আবু রায়হান
শিক্ষক: জামিয়া হাতিমিয়া শিবগঞ্জ,সিলেট৷
মোবাইল: ০১৭১৯৩৯৬৮১২৷
তারিখ ৬ এপ্রিল ২০১৪ ঈসায়ী৷

শেয়ার করুন