আশরাফুল ইসলাম অনিক , কুষ্টিয়া \\
কুষ্টিয়ায় ২য় শ্রেণীর ছাত্রী শিশু অর্পা পালকে ধর্ষণের পর নির্মম ভাবে হত্যাকারী লম্পট তপনের ফাঁসীর দাবীতে কুষ্টিয়ায় মানব বন্ধন করেছে ফেইসবুক সংগঠন না বলা কথা৷ গতকাল বিকালে কুষ্টিয়া শহরের এনএস রোডে প্রেস ক্লাবের সামনে গ্রম্নপের কয়েকশ সদস্য সাংবাদিক ছাত্র-ছাত্রী ব্যবসায়ীরা এ মানববন্ধনে অংশ নেয়৷ মানববন্ধনে না বলা কথা সমন্য়কারী রোকসানা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম বিপস্নব, দৈনিক স্বর্ণযুগ পত্রিকার সম্পাদক জামিল হাসান খোকন এসময় আরও বক্তব্য রাখেন, জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ৷ মানববন্ধনে বক্তারা অপর্া হত্যা মামলা দ্রম্নত বিচার আইনে হসত্মানত্মরের দাবী জানান সেই সাথে অভিযুক্ত তপনের ফাসীর দাবী করেন অন্যাথায় আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন৷