মালিবাগ চৌধুরী পাড়ায় পেট্রলবোমা নিক্ষেপে পুলিশ হত্যা মামলায় জামিন চেয়ে আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার হাইকোর্টে ফখরুলের পক্ষে অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন জামিন আবেদন করেন।
বিচারপতি বোরহান উদ্দীন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ শুনানি হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর রাতে মালিবাগ চৌধুরী পাড়ায় বাসে ককটেল নিক্ষেপে একজন নিহত ও পাঁচজন আহত হওয়ার ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদসহ শীর্ষ নেতাদের হুকুমের আসামি করা হয়।