ছাত্র সংগ্রাম পরিষদ গঠনের আহ্বান শাহ মোয়াজ্জেমের

0
164
Print Friendly, PDF & Email

বিএনপি চেয়ারপার্সনের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, আপনাকে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করতে হবে। এ সরকারকে টেনে-হিঁচড়ে নামানোর জন্য এটা লাগবেই।

শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘পরাজিত বাকশালের উত্থান প্রতিরোধে ছাত্রসমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

ছাত্র সমাজের উদ্দেশে তিনি বলেন, নেত্রী (খালেদা জিয়া) আপনাদের কাছে আত্মত্যাগ, সংগ্রাম ও যুদ্ধ চান। যেটা এ দেশের স্বাধীনতা এনে দিয়েছিল।

সাবেক ছাত্রনেতাদের একজনের ২৮টি ফ্ল্যাট আছে উল্লেখ করে তিনি বলেন, টাকার জন্য ছাত্র আন্দোলন কোনো দিন বসে থাকে নাই। টাকা উপার্জন আর আন্দোলন এক জিনিস নয়।

জাগপা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- জাতীয় গণতান্ত্রিক পাটি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ছাত্রদলের সহ সভাপতি আনোয়ার কামাল, ইসলামী ছাত্র সমাজের সভাপতি ইলিয়াস আতাহারী প্রমুখ।

শেয়ার করুন