চৌমুহনীতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

0
384
Print Friendly, PDF & Email

চৌমুহনী উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণ ভাবে চলছে।

চৌমুহনীতে পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট পেপার  ছিনতাই, বোমাবাজি, এজেন্টদের মারধর ও প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে ভোট বর্জনকৃত ৬ মেয়র প্রার্থী এ হরতালের ডাক দেয়।
 
রোববার ভোর থেকে হরতাল শান্তিপূণভাবে চলছে। এখন পর্যন্ত হরতাল সমর্থকদের কোনো মিছিল, মিটিং, পিকেটিং দেখা যায়নি।

উল্লেখ্য, শনিবার মেয়র পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন অভিযোগ এনে ৬ মেয়র প্রার্থী ১৯ দলের জহির উদ্দিন হারুন (তালা), বিএনপি বিদ্রোহী প্রার্থী  আবুল কালাম রতন (মাইক), বিএনপি বিদ্রোহী প্রার্থী মঞ্জুরুল আজিম সুমন (টেলিভিশন), স্বতন্ত্রপ্রার্থী আবুল কালাম আজাদ (আনারস), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহফুজুল হক বেলাল (জাহাজ), আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী শেখ শহিদ উদ্দিন ইস্কান্দার (টেলিফোন) প্রতীকের প্রার্থীগণ ভোট বর্জন করেন।

পরে উক্ত প্রার্থীগণ পৌর-সভায় ভোটগ্রহণ স্থগিত করে পুনরায় ভোটগ্রহণের জন্য সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন।

শেয়ার করুন