শাহজালালে স্যান্ডেলের ভেতর ১ কেজি সোনা!

0
143
Print Friendly, PDF & Email

হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীর কাছ থেকে এক কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। শনিবার রাত ১০টার দিকে মাসুম শেখ নামে ওই যাত্রীর স্যান্ডেল কেটে এ সোনা উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগের পরিদর্শক কাজী আখতারুজ্জামান গণমাধ্যমকে জানান, শনিবার রাতে ঢাকাগামী মালিন্দা এয়ারের যাত্রীবাহী একটি বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ  করে। এ সময় ওই যাত্রীর স্যান্ডেল কেটে এক কেজি সোনা উদ্ধার করা হয়।

শেয়ার করুন