হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীর কাছ থেকে এক কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। শনিবার রাত ১০টার দিকে মাসুম শেখ নামে ওই যাত্রীর স্যান্ডেল কেটে এ সোনা উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগের পরিদর্শক কাজী আখতারুজ্জামান গণমাধ্যমকে জানান, শনিবার রাতে ঢাকাগামী মালিন্দা এয়ারের যাত্রীবাহী একটি বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ওই যাত্রীর স্যান্ডেল কেটে এক কেজি সোনা উদ্ধার করা হয়।