উত্তরায় লন্ড্রি দোকানে আগুন, অগ্নিদগ্ধ ২

0
108
Print Friendly, PDF & Email

রাজধানীর উত্তরায় একটি লন্ড্রি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় দোকানে ঘুমন্ত দুই শ্রমিক আজিজুল (২০) ও মো. রাজু (১৮) অগ্নিদগ্ধ হয়েছেন।
আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে উত্তরার ৯ নম্বর সেক্টরে ৮ নম্বর রোডের ১ নম্বর বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
লন্ড্রি দোকানের মালিক মো. ইমরান জানান, অগ্নিদগ্ধ শ্রমিকদের চিৎকারে এলকাবাসী দোকানের শাটার ভেঙে তাদের উদ্ধার করে। আহত দুজনকেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন