রুস্তম হত্যার ঘটনায় রাবি শিবির সভাপতিসহ ৮ জনের নামে মামলা

0
135
Print Friendly, PDF & Email

ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ সোহরাওয়ার্দী হল শাখার যুগ্ম সম্পাদক রুস্তম আলীকে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
মামলায় ছাত্রশিবির রাবি শাখার সভাপতি আশরাফুল আলম ইমনসহ আটজনকে আসামি করা হয়।
ছাত্রলীগ রাবি শাখার সহসভাপতি মেহেদী হাসান বাদী হয়ে শনিবার দিবাগত রাত একটার দিকে মহানগরীর মতিহার থানায় মামলাটি দায়ের করেন।
মতিহার থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এবিএম রেজাউল ইসলাম জানান, ছাত্রলীগ নেতা রুস্তম হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় ছাত্রশিবির রাবি শাখার সভাপতি ইমনসহ চার জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাত আরো চারজনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ স¤পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র রুস্তম আলী আকন্দ হলের নিজ কক্ষে গুলিবিদ্ধ হন। পরে শিক্ষার্থীরা রুস্তম আলীকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হল কমিটির দ্বন্দ্বে তিনি খুন হতে পারেন বলে তার সহপাঠিরা ধারণা করছেন। তবে ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তিনি শিবিরের হাতে খুন হয়েছেন

শেয়ার করুন