নারায়ণগঞ্জে ময়দা কারখানায় দুজন খুন

0
191
Print Friendly, PDF & Email

নারায়ণগঞ্জ সদর উপজেলার নিতাইগঞ্জে একটি ময়দা কারখানায় দুজন খুন হয়েছেন, যাদের একজন নিরাপত্তা কর্মী এবং অন্যজন শ্রমিক বলে পুলিশ জানিয়েছে।

নারায়ণগঞ্জ ‘ক’ অঞ্চলের সহকারী পুলিশ সুপার আজিমুল আহসান জানান, রোববার ভোররাতে তাদের গলা কেটে হত্যা করা হয়েছে। সকালে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- আব্দুল আজিজ (৬৫) ও হোসেন মিয়া (৩৫)। আজিজ ওই কারখানার নিরাপত্তা কর্মী এবং হোসেন শ্রমিক হিসেবে কাজ করতেন।

এএসপি আজিমুল জানান, রাতে ওই কারখানায় আজিজসহ ছয়জন কাজ করছিলেন। তাদের দুজন খুন হয়েছেন।

ওই ছয় জনের মধ্যে এক শ্রমিককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।

শেয়ার করুন