যশোরের বেনাপোল সড়কের শার্শার আমড়াখালী বিজিবি চেকপোষ্ট থেকে ১টি কাভারভ্যানসহ ১৭ কোটি ৪৪ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের ইমিটেশন সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বিজিবি’র সদস্যরা।
যশোর ২৬ ব্যাটালিয়ন বিজিবি’র সিও লে.কর্নেল মতিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার সকাল ১০ টায় বেনাপোল স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি কভার ভ্যানে তল্লাশি চালিয়ে কাগজপত্র বিহীন ১৭ কোটি ৪৪ লাখ টাকা মূল্যের কসমেটিকস সামগ্রী আটক করা হয়। চালকসহ চোরাচালানীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গাড়ি ফেলে পালিয়ে যায়। আটককৃত মালামাল পরবর্তীকালে যশোর কাস্টমস আটক শাখায় জমা দেওয়া হবে।