কমিশনার মোবারককে থুথুতে গোসল করানো হবে’

0
169
Print Friendly, PDF & Email

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারককে থুথুতে গোসল করানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেছেন, কমিশনার আবদুল মোবারক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে থুথু চাটার কথা বলেছিলেন। কিন্তু সময় আসবে, মোবাররক সাহেবকে মোবারকবাদ জানাবো। তাকে আমরা শুধু থুথু চাটাবোই না, থুথুর মধ্যে গোসল করাবো। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয়তাবাদী কর্মজীবী  দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীকে উদ্দেশ্য করে তিনি বলেন, সংসদে অনুপস্থিত ব্যক্তিকে নিয়ে যখন সমালোচনা ও কটুক্তি হয় তখন তার প্রতিবাদে রুল দেয়ার কথা কিন্তু আপনি তা দিচ্ছেন না। বিএনপির এ সিনিয়র নেতা বলেন, গোটা বাংলাদেশ আজ কারাগারে পরিণত হয়েছে। জনগণ যেদিন এই  স্বৈরাচার সরকারের কবল থেকে মুক্তি পাবে সেদিন আমরাও মুক্তি পাবো। তিনি বলেন, সংসদের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রীসহ ১৫৩ জন আল্লাহর ওয়াস্তে এমপি হয়েছেন। জনগণের ভোটে কেউ নির্বাচিত হননি। তাই জনগণের দাবির প্রতি তাদের কোন তোয়াক্কা নেই।  শেখ সেলিমের ্সমালোচনা করে গয়েশ্বর রায় বলেন, ওয়ান-ইলেভেনের সময় আপনার বোন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির সাক্ষী দিয়েছিলেন। লুটপাট তো কম করেননি। এখন মানুষ খুন, লুটপাট করে ক্ষমতায় থাকতে চাইছেন। সংগঠনের সভাপতি হাজী মো. লিটনের সভাপতিত্বে বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সাবেক ছাত্রনেতা মো. মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন