রাজধানীতে গত দুই মাসে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৪১ জনকে সাজা দিয়েছে পুলিশের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার পুলিশের গণমাধ্যম শাখার সহকারী কমিশনার আবু ইউসুফ জানান, গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত।
তিনি বলেন, এছাড়া শুক্রবার রাতেও এক হাজার ৭৯০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।
দুপুরে পুলিশের গণমাধ্যম কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।