বগুড়া- রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পরে ২ জন নিহত এবং অন্তত ১৫জন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে বগুড়া -রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার মাঝিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামী জেলার জলঢাকার মকবুল হোসেনের ছেলে রাজ্জাকুল ইসলাম (২৭) ও অপরজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, রোমান নামের একটি যাত্রীবাহী বাস বগুড়া থেকে রংপুর যাচ্ছিল। ওই স্থানে এসে বাসটি মোড় ঘুরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্বে খাদে পরে যায়।