মোটা’ কণের জন্য বাড়তি যৌতুক!

0
166
Print Friendly, PDF & Email

ভারতের হায়দ্রাবাদে কণে একটু বেশি ‘মোটা’ হওয়ার করণে বর পক্ষ অতিরিক্ত পাঁচ লাখ রুপি যৌতুক দাবি করেছে। আর এর প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
বরের নাম পি বিক্রম নাইডু। তিনি ১০ লাখ রুপি যৌতুক নিয়ে বিয়ে করতে রাজি হন। কিন্তু বিয়ের কয়েক দিন আগে তিনি কণেকে জানান, সে যেহেতু ‘ভারী’ তাই তাকে আরো পাঁচ লাখ রুপি দিতে হবে। তিনি আরো জানান, যদি বাড়তি যৌতুক দিতে না পারে, তবে তাকে ২০ কেজি ওজন কমাতে হবে।
এ খবর জেনে মেয়েটির মা-বাবা মাচাবরম থানা এবং সিপিআই নেতাদের সাহায্য কামনা করেন। তবে এখন পর্যন্ত বিষয়টির সুরাহা হয়নি।

শেয়ার করুন