নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাকার মোড়ে গতকাল শুক্রবার রাত আটটায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা এমপি। ট্রাকের ধাক্কায় তার গাড়ির পেছন অংশ ক্ষতিগ্রস্থ হয়। দুর্ঘটনায় তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে তিনি রাজশাহী থেকে ঢাকা যাবার পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজাকার মোড়ে তার প্রাইভেট কারকে (ঢাকা মেট্রো ঘ ১৩-৪৪০৬) একটি দ্রুতগতির ট্রাক (যশোর ন ১১-০৬৯২) পেছন থেকে ধাক্কায়। এতে তার গাড়িটি ক্ষতিগ্রস্থ হয়। তবে ফজলে হোসেন বাদশা, তার পিএস ও গাড়ির চালক অক্ষত আছেন। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) মাহফুজুজ্জামান আশরাফ ও বড়াইগ্রাম থানার ওসি ইব্রাহিম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বড়াইগ্রাম থানার অফিসার্স ইনচার্জ ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।