
নজরুল ইসলাম খান বলেন, “দেশের স্বার্থ রক্ষায় ভারতের সঙ্গে দর কষাকষির কোনো যোগ্যতা এই সরকারের যে নেই তা তাদের কর্মকাণ্ডেই প্রকাশ পাচ্ছে।”
বৃহস্পতিবার ঢাকায় ভারত-বাংলাদেশ যৌথ স্টিয়ারিং কমিটির সপ্তম বৈঠকে ভারতের উত্তর-পূর্ব থেকে পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ নিতে গ্রিড লাইন রুট অর্থাৎ ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার নীতিগত সিদ্ধান্ত হয়।
দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা উত্তর শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে নজরুল ইসলাম খান বলেন, “ওই বৈঠকের পর বাংলাদেশের বিদ্যুৎ সচিবকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, দেশের মাটির ওপর দিয়ে ভারতে বিদ্যুৎ সঞ্চালন হলে বাংলাদেশের কী লাভ হবে।
“জবাবে বিদ্যুৎ সচিব বলেছেন, লাভ-লোকসানের হিসাব কষা হয়নি। আমরা জানতে চাই, তাহলে সঞ্চালন দেয়ার ক্ষেত্রে কিসের হিসাব করা হয়েছে। কিসের হিসাবে দেশ চলছে?’’
নজরুল ইসলাম খান বলেন, “ভারতের বিদ্যুৎ সচিব সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ কিছু বিদ্যুৎ পেলে পেতে পারে। অর্থাৎ বিদ্যুৎ পাওয়ার কোনো নিশ্চিয়তা নেই। আমাদের জমির ওপর দিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন যাবে আর আমরা এর কোনো লাভ পাবো না।”’
দ্রুত বিচার আইনের মেয়াদ বৃদ্ধির সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, “এর উদ্দেশ্য দুইটা, বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সবাইকে জেলে পাঠানো এবং মিথ্যা মামলা দিয়ে ২ বছরের বেশি সময় সাজা দিয়ে দলের নেতাদের নির্বাচন থেকে বাইরে রাখা।”’
বৃহস্পতিবার সংসদে বহুল আলোচিত ‘দ্রুত বিচার আইন’ আরো ৫ বছর চালু রাখার অনুমোদন দেয়। জাতীয় সংসদে ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল- ২০১৪’ পাসের প্রস্তাব করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। এটি কণ্ঠভোটে পাস হয়।
৫ জানুয়ারি একদলীয় সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনের প্রসঙ্গে টেনে নজরুল ইসলাম বলেন, “৫ জানুয়ারি ভোট ছাড়া প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে। জনপ্রতিনিধি ছাড়া সংসদ গঠন হয়েছে। উপজেলা নির্বাচনে সূর্য উদয়ের আগেই ভোট বাক্স ব্যালটে ভর্তি হয়ে গেছে। ভোটারদের কেন্দ্রে যেতে হয়নি।
“এরকম পরিস্থিতিতে নির্বাচনের প্রতি জনগণের আস্থা থাকতে পারে না। সরকার গোটা নির্বাচনী প্রক্রিয়াকে ধবংস করে ফেলেছে। দেশকে গণতন্ত্রহীন করে ফেলেছে। নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের সুযোগ রাখা হচ্ছে না।’’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলাদলের সভাপতি শিরিন সুলতানা, জাসাস সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ মানববন্ধনে বক্তব্য রাখে