বাসে অগ্নিসংযোগের মামলায় ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।
কাশিমপুর কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ জানান, বৃহস্পতিবার তার জামিনের কাগজপত্র হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়।
পরে তা যাচাইবাচাই শেষে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে মুক্তি দেয়া হয় বলে জানান তিনি।
বাংলামোটরে বাসে আগুন দেয়ার এ মামলায় গত বুধবার জামিন আবেদনের শুনানি করে হাই কোর্টের বিচারপতি বোরহান উদ্দিন ও কেএম কামরুল কাদেরের বেঞ্চ তাকে ৬ মাসের জামিন দেয়।
গত ১৬ মার্চ এ মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পনের পর মির্জা ফখরুলের সঙ্গে তাকেও কারাগারে পাঠায় আদালত।
১৮ মার্চ বিএনপির এই ঢাকা মহানগরীর নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
তার মুক্তিলাভের পর কারা ফটকে পরিবারের সদস্যসহ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন