লক্ষ্মীপুরে অস্ত্রধারীর সঙ্গে সংঘর্ষে ৫ পুলিশ আহত, আটক ১

0
279
Print Friendly, PDF & Email

সদর থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল হোসেন জানান, শুক্রবার দুপুরে উপজেলার পূর্ব রাধাপুর গ্রামে এ ঘটনায় একটি দেশি এলজি ও দুই রাউন্ড গুলিসহ মো. নূরউদ্দিনকে (২২) আটক করা হয়। নূরউদ্দিন সদরের শেখপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

আহত পুলিশ সদস্যরা হলেন, এএসআই সোহেল মিয়া, কনস্টেবল আরফান উদ্দিন, সুমন ভূইয়া, শাহাবুদ্দিন ও নুরুল ইসলাম। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদ পেয়ে দুপুরে অস্ত্র মামলার আসামি ধরতে তার নেতৃত্বে পূর্ব রাধাপুর গ্রামে অভিযান চালানো হয়।

তাদের উপস্থিতি টের পেয়ে র্দুবৃত্তরা গুলি ছুঁড়লে পুলিশও এ সময় পাল্টা  পাঁচ রাউন্ড গুলি ছোঁড়ে।

পরিদর্শক রকিবুল জানান, এ সময় বাকিরা পালিয়ে গেলেও অস্ত্রসহ নূরউদ্দিনকে আটক করা হয়।

নূরউদ্দিনের বিরুদ্ধে অস্ত্র আইনে আগের একটি মামলা আছে বলে জানান তিনি

শেয়ার করুন