ভারতের লোকসভা নির্বাচনে নেতৃত্ব দিচ্ছে ব্যাচেলার গ্রুপ

0
123
Print Friendly, PDF & Email

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে নেতৃত্ব দিচ্ছেন ব্যাচেলার গ্রুপ। কংগ্রেসের রাহুল গান্ধী, বিজেপির নরেন্দ্র মোদী, ডিএমকে প্রধান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা, তৃণমূল নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দলিত নেত্রী মায়াবতী এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টানায়ক তারা কেউই বিয়ে করেননি। হয়তো তাদেরই কেউ হবেন ভারতের আগামী দিনের প্রধানমন্ত্রী। যদি তাই হয় তাহলে আগামী নির্বাচনের পর ব্যাচেলার প্রধানমন্ত্রী পাবে ভারত।
এর আগে অটল বিহারী বাজপেয়ী ব্যাচেলার প্রধানমন্ত্রী ছিলেন।
ভারতের নির্বাচনে এমন ব্যাচেলারদের দাপট অতীতে কখনো দেখা যায়নি। কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর বয়স থাকলেও বাকিদের বিয়ের বয়স নেই বললেই চলে।

শেয়ার করুন