৯ মাস বয়সী একটি শিশুর ফাইল ছবি
পাকিস্তানের পুলিশ নয় মাস বয়সী এক শিশুর বিরুদ্ধে খুনের চেষ্টা করার মামলা দায়ের করা হয়েছে। আর মুসা নামের ওই শিশুটিকে আদালতে হাজির করা হলে অতিরিক্ত জেলা ও শেসন বিচারক রাফাকাত আলী ১২ এপ্রিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করে পুলিশকে তার ‘বক্তব্য রেকর্ড’ করার নির্দেশ দিয়েছেন।
পুলিশ অভিযোগ করেছে, লাহোরের মুসলিম টাউনে একটি পুলিশ দলের অভিযানের সময় মুসা এবং তার বাবা তাদেরকে হত্যা করার চেষ্টা করে। পুলিশ তাদেরকে গ্রেফতার করে আদালতে হাজির করে।
আসামিপক্ষের আইনজীবী ইরফান তারার জানিয়েছেন, পরবর্তী শুনানিকালে শিশুটিকে আদালতে হাজির করতে হবে।
তিনি জানান, পুলিশ যদি শিশুটিকে নির্দোষ ঘোষণা করে, তবেই তার জামিন হতে পারে।’
পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট রানা জাব্বার বলেছেন, শিশুটিকে মামলায় জড়িয়ে ফেলার কাজটি হয়েছে ভুল বুঝাবুঝির কারণে এবং এ জন্য পুলিশ দায়ী।
তিনি বলেন, শিশুটির বিরুদ্ধে মামলা করার জন্য সাব-ইন্সপেকটর কাশিফ আহমদকে সাসপেন্ড করা হয়েছে।
শিশুটির বাবা জানিয়েছেন, পুলিশ তার, তার ছেলে এবং অন্য ২৫ জনের বিরুদ্ধে ভুয়া মামলা করেছে।
তিনি বলেন, আমাদের অপরাধ ছিল আমাদের এলাকায় বিদ্যুৎ না থাকার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম।