সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক মোড়ে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন ফেঞ্চুগঞ্জের মানিককোনা এলাকার রকিব আলী (৭৫), একই এলাকার জাফুর মিয়া (৪০)। অপরজনের নাম জানা যায়নি। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মোগলাবাজার থানার পারাইরচক মোড়ের নির্মানাধীন ট্রাকস্টান্ডের কাছে দ্রুতগতিতে আসা বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত তিনজনই লেগুনা যাত্রী। তারা ফেঞ্চুগঞ্জের মানিককোনা থেকে সিলেট আসছিলেন। এর মধ্যে দুজন ঘটনাস্থলে এবং একজনকে হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যু হয়।