ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি-জামায়াত-হেফাজত দেশব্যাপী মুসলামানদের মধ্যে নানা বিভ্রান্তি ছড়াতে মরিয়া হয়ে উঠেছে। বিএনপি-জামায়াত-হেফাজতের বিভান্তি সর্ম্পকে সবাইকে সোচ্চার হতে হবে।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জের বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির ঢাকা মহানগরের কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
আয়োজক সংগঠনের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক ইসমাঈল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যানের মধ্য আরও বক্তব্য দেন তাজুল ইসলামসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
কামরুল বলেন, বিএনপি জামায়াত-হেফাজত যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্যে দেশব্যাপী যে তাণ্ডব চালিয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। তাদের এ কর্মকাণ্ড দেশবিরোধী। বিএনপি-জামায়াতে এসব কর্মকাণ্ড রুখতে ইউনাইটেড ইসলামিক পার্টিও সঙ্গে আছে। দেশবিরোধী এসব কর্মকাণ্ড রুখতে সরকার সব সময় ইসলামী এ পার্টিকে সহযোগিতা করবে।