মোবারককে সহনশীল হওয়ার পরামর্শ সুরঞ্জিতের

0
140
Print Friendly, PDF & Email

প্রধান নির্বাচন কমিশনারের অনুপস্থিতিতে দায়িত্বরত আব্দুল মোবারককে ‘বক্তব্যে সংযত এবং সহনশীল’ হওয়ার পরামর্শ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শুক্রবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির উদ্দেশে এই কমিশনারের সাম্প্রতিক মন্তব্যের প্রতি ইঙ্গিত করে তার সমালোচনাও করেন দলের এই জ্যেষ্ঠ নেতা।

সুরঞ্জিত বলেন, “নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। গণতন্ত্রের অস্তিত্ব এই প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত। নির্বাচন কমিশনারের পদ তাই অত্যন্ত সম্মানজনক একটি পদ।

“এই কমিশন প্রধান হিসেবে নির্বাচন কমিশনারকে সহনশীল হতে হবে। আমরা তার কাছ থেকে এই ধরনের উক্তি আশা করি না। সমালোচনার জবাবে এতো তীব্র তীর্যক প্রতিক্রিয়া না জানালেও চলে।”

কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি ওই আলোচনা সভার আয়োজন করে।

শেয়ার করুন