বলিউডের চলচ্চিত্রগুলো এখন একের পর এক বক্স অফিসে পাল্লা দিয়ে এগোচ্ছে। এই প্রতিযোগিতা বিশেষ করে খান’রা এগিয়ে রয়েছেন। কোন খানকে কোন খান টপকে যাবেন এই প্রতিযোগিতাও চলে বেশ ঢোল পিটিয়ে। দীর্ঘ প্রায় ৩ বছর পর ‘থ্রি ইডিয়টস’-এর রেকর্ড ভাঙেন শাহরুখ খান তার ‘চেন্নাই এক্সপ্রেস’ দিয়ে। কিন্তু এই রেকর্ড ভাঙার অল্প দিনের মধ্যেই ঋত্বিক রোশন ও আমির খান নতুন রেকর্ড গড়েন। তাই শাহরুখ এবার প্রস্তুতি নিয়েছেন আবারও সবার রেকর্ড ভাঙতে। উদ্দেশ্য ৭০০ কোটি। শাহরুখ-দীপিকার নতুন ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’ মুক্তি পাবে এ বছরের ২৩ অক্টোবর। ছবি মুক্তি এখনও বহু দূর থাকলেও এরইমধ্যে ২০০ কোটি আয় নিশ্চিত করেছেন শাহরুখ খান। শাহরুখ জানান, ভারতীয় ইতিহাসে নাম লেখানোর জন্য ছবিটি বিভিন্ন দিক থেকেই প্রস্তুত। দর্শকদের জন্যও থাকছে নতুন নতুন চমক