• মির্জা ফখরুলকে এক মামলায় জামিন, অন্যটিতে প্রত্যাখ্যান

0
142
Print Friendly, PDF & Email

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শাহবাগ থানার মামলায় জামিন মঞ্জুর করা হলেও রমনা থানার অপর মামলায় জামিন দেয়া হয়নি।
ঢাকা মেট্রোপলিটন সেসন জজ মো. জহরুল হক আজ বৃহস্পতিবার আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়ার আবেদনের প্রেক্ষাপটে ১০ হাজার টাকা শাহবাগ থানার মামলায় জামিন দেন। কিন্তু একই ধরনের অপর মামলায় একই বিচারক জামিন মঞ্জুর করেননি।
গত বছরের অবরোধ ও হরতালের সময় দায়ের করা এসব মামলায় মির্জা ফখরুলকে খুন ও অন্তর্ঘাতের জন্য অভিযুক্ত করা হয়েছে।
গত ২৭ মার্চ আদালত একই মামলায় তাকে জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠায়।
২০ জানুয়ারি হাইকোর্ট তিনটি খুনের মামলায় মির্জা ফখরুলের আট সপ্তাহের জামিন মঞ্জুর করেছিলেন।

শেয়ার করুন