নির্বাচন কমিশনার শাহনওয়াজ উপজেলা নির্বাচনকালে আইন-শৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা অনেক ক্ষেত্রে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করায় তার অসন্তোষ ব্যক্ত করেছেন। আজ নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে শাহ নওয়াজ বলেন, আমাদের বলতে দ্বিধা নেই যে অনেক ক্ষেত্রে আমরা যাদেরকে নির্বাচনের দায়িত্ব দিয়েছিলাম, তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেননি। এ কারণে আমরা বলতে পারি না যে নির্বাচন পুরোপুরি নিরপেক্ষ হয়েছে এবং আমরা পুরোপুরি সন্তুষ্ট। তিনি বলেন, কমিশন একা নির্বাচন অনুষ্ঠানের সব কাজ একা করতে পারে না। এটা চেইন অব কমান্ড এবং আইন প্রয়োগকারী বাহিনীর সদস্য এবং প্রশাসনের কর্মকর্তাস অনেক লোকের সম্পৃক্ততার ব্যাপার। দায়িত্ব অবহেলাকারীদের বিরুদ্ধে ইসি কেন ব্যবস্থা গ্রহণ করেনি এই প্রশ্নের জবাবে তিনি বলেন, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসাররা কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবগত না করায় কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তিনি বলেন, বরং বেশির ভাগ ক্ষেত্রে তারা অভিযোগগুলো অস্বীকার করেছে। উপজেলা নির্বাচনে কিছু অনিয়ম ও ভোট কারচুপির কথা স্বীকার করে তিনি বলেন, ব্যর্থতা কেন হলো এবং সমস্যা সমাধানের উপায় খুঁজতে ইসি শিগগিরই পুরো নির্বাচনী প্রক্রিয়ার পর্যালোচনা করতে বস