তাজরীন মালিকের স্ত্রী কারাগারে

0
120
Print Friendly, PDF & Email

বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে ঢাকা মহানগর হাকিম কাজী শহিদুল ইসলাম তা নাকচ করে মাহমুদাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মাহমুদা তাজরীন ফ্যাশনসের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।আশুলিয়ার এই কারখানায় ২০১২ সালের ২৪ নভেম্বর অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক মারা যান।

মাহমুদা গত ২০ ফেব্রুয়ারি ঢাকার জেলা ও দায়রা জজ মো. আব্দুল মজিদের আদালতে গেলে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল।

গত ১০ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য বিচারিক হাকিম ইসমাইল হোসেন শর্তসাপেক্ষে মাহমুদাকে জামিন দিয়েছিলেন।

ওই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে যান।

এদিকে গত বুধবার হাই কোর্টের একটি বেঞ্চ মাহমুদা এবং তার স্বামী তাজরীন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের জামিন আবেদন খারিজ করে দেন।

তাজরীনে অগ্নিকাণ্ডে শ্রমিকদের প্রাণহানির ঘটনায় পুলিশের করা মামলায় গত বছরের ২২ ডিসেম্বর দেলোয়ার, মাহমুদাসহ ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়া হয়।

শেয়ার করুন