পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ শক্তিশালী একটি বোমা হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
দ্য ডন পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আজ বৃহস্পতিবার দেশটির ইসলামাবাদের ফাইজাবাদ ব্রিজ দিয়ে মোশাররফকে বহনকারী গাড়ি পার হওয়ার পরপরই শক্তিশালী একটি বিস্ফোরণ ঘটে।
আজ সকালে রাওয়ালপিন্ডির আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব কার্ডিওলজি হাসপাতাল থেকে ইসলামাবাদের অদূরে চক শাহাজাদে নিজের খামারবাড়িতে মোশাররফকে স্থানান্তর করার সময় এ ঘটনা ঘটে। গত ২ জানুয়ারি থেকে ওই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁকে লক্ষ্য করেই এ হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র জানিয়েছে, ব্রিজের নিচে একটি পাইপলাইনের ভেতরে বিস্ফোরক রাখা হয়েছিল। বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মোশাররফ নিরাপদেই তাঁর খামারবাড়িতে পৌঁছেছেন।
গত সোমবার পারভেজ মোশাররফকে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত করেছেন পাকিস্তানের বিশেষ আদালত।