রোনালদোর রেকর্ডে রিয়ালের প্রতিশোধ

0
151
Print Friendly, PDF & Email

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শততম ম্যাচটি গোল করেই উদযাপন করলেন ক্রিস্টিয়ানোর রোনালদো। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে সর্বোচ্চ ১৪ গোলের লিওনেল মেসির রেকর্ড স্পর্শ করলেন তিনি। ২০১১-১২ মৌসুমে রেকর্ডটি গড়েছিলেন বার্সেলোনার এই তারকা।

চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমে শেষ চারের প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। আর তাতেই মূলত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে যায় তাদের। ফিরতি লেগে নিজেদের মাঠে ২-০ গোলে রিয়াল জিতলেও দুই লেগে মিলে এগিয়ে থেকে ফাইনালে ওঠে বরুসিয়া। এবারের জয়ে তাই কিছুটা প্রতিশোধ নেয়া হলো রিয়ালের। অবশ্য ডর্টমুন্ডের মাঠে ফিরতি লেগের ম্যাচ এখনো বাকি।

শেয়ার করুন