সিঙ্গাপুরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অর্থনীতিকে আরো সমৃদ্ধ করতে বাংলাদেশের বেসরকারি খাতের উদ্যোক্তাদের সেদেশে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশে সিঙ্গাপুরের অনাবাসিক রাষ্ট্রদূত চ্যান হেং উইং।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
পরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বৈঠকের বিষয়ে সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রদূত সিঙ্গাপুরের অর্থনীতির শক্ত অবস্থানের কথা তুলে ধরে বলেছেন- সিঙ্গাপুরের অর্থনীতি থেকে অভিজ্ঞতা অর্জনের জন্য বাংলাদেশের বেসরকারি খাতের উদ্যোক্তাদের আমন্ত্রণ জানানো হবে।
“যাতে তারা সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের শিল্পখাতকে সমৃদ্ধ করতে পারে।”
নির্বাচনে বিপুল বিজয় এবং সরকার গঠনে প্রধানমন্ত্রীকে তার দেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অভিনন্দন জানান সিঙ্গাপুরের নবনিযুক্ত রাষ্ট্রদূত।
সাক্ষাতকালে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
আশিয়ানের সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলোর আরো বেশি পারস্পরিক যোগাযোগ এবং সহায়তা বাড়ানোর কথাও বলেন প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রী বলেন, তার সরকার তৈরি পোশাক শিল্পের পাশাপাশি কৃষি প্রক্রিয়াজাত শিল্পের ওপর গুরুত্বারোপ করছে।
বাংলাদেশের অর্থনীতির কৃষি নির্ভরশীলতার কথাও বলেন শেখ হাসিনা।
সিঙ্গাপুরের রাষ্ট্রদূতকে শেখ হাসিনা বলেন, “আমরা ইতিমধ্যে কৃষি গবেষণা খাতে গুরুত্ব দিয়েছি। যাতে ফসলের বহুমুখীকরণ হয়। আমরা সামনে কৃষি পণ্য রপ্তানির ওপর অগ্রাধিকার দেব।”
প্রধানমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎকালে মাহবুবুল হক শাকিল ছাড়াও অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও মুখ্য সচিব আব্দুস সোবহান শিকদার উপস্থিত ছিলেন