শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘প্রশ্নপত্র ফাঁস একটি গুজব। কিছু সুবিধাভোগী লোক অভিবাবক ও শিক্ষার্থীদের বিভ্রান্ত করার জন্য এ ধরনের গুজব ছড়ায়। মূলত এটা অভিবাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার পাঁয়তারা। তবে যেখানে প্রশ্নপত্র ফাঁসের সংবাদ পাবো, সেখানে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এইচএসসি পরীক্ষাকেন্দ্র মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এবারও এইচএসসি পরীক্ষার ফলাফল ৬০ দিনের মধ্যেই প্রকাশ করা হবে।’
উপজেলা নির্বাচন শেষে বিএনপির কর্মসূচি দেয়া নিয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আশা করি বিএনপি-জামায়াত আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হবে এমন কোনো কর্মসূচি ঘোষণা করবে না।’
এসময় তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষার সার্বিক খোঁজ-খবর নেন।
প্রসঙ্গত, প্রথম দিন বৃহস্পতিবার সাধারণ ও কারিগরি বোর্ডের অধীনে সকাল ১০টায় বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র, বাংলা ভাষা ও বাংলাদেশ সংস্কৃতি প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে