খুনিদের গ্রেফতার দাবিতে সাংবাদিকদের অনশন কর্মসূচি পালন –

0
114
Print Friendly, PDF & Email

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যার বিচারের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ চত্বরে গতকাল সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এই কর্মসূচি। এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের উভয় অংশ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতারা একাত্দতা ঘোষণা করেন। অনশন কর্মসূচিতে ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সদস্যরা অংশগ্রহণ করেন। সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মাহফুজুর রহমান, সাখাওয়াত হোসেন বাদশা, ডিআরইউ সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিইউজের দুই অংশের সভাপতি আলতাফ মাহমুদ ও আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ ও জাহাঙ্গীর আলম প্রধান, ডিআরইউ সমবায় সমিতির সভাপতি মাহমুদুর রহমান খোকন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান লাভলু, সাধারণ সম্পাদক আবু সালেহ আকন এবং ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সদস্যসহ সাধারণ সাংবাদিকরা।

শাহেদ চৌধুরী বলেন, আমরা প্রয়োজন হলে অনন্তকাল সাংবাদিক দম্পতির খুনিদের গ্রেফতারের দাবিতে আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাব। আগামী দিনগুলোতে আন্দোলনের মাত্রা আরও বেগবান করা হবে। এ ছাড়া আগামী ১২ মে জাতীয় প্রেসক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিক দম্পতির খুনিদের গ্রেফতারের দাবি জানাবে সাংবাদিক সমাজ।

সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, সরকার সাংবাদিক দম্পতির খুনিদের গ্রেফতারের বিষয়ে আন্তরিক নয়।

অনশন সমাবেশে সাগর-রুনি হত্যার রহস্য দ্রুত উদঘাটনের দাবি জানানো হয়। অন্যথায় চলমান আন্দোলনকে আরাও বেগবান ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। বিকালে সাগর সরওয়ারের মা সালেহা মনির কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জুস পান করিয়ে অনশন ভাঙান

শেয়ার করুন