শুরু থেকেই বিতর্কিত বর্তমান ইসি

0
108
Print Friendly, PDF & Email

আইন সংশোধনের মাধ্যমে নির্বাচন কমিশনকে (ইসি) শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বর্তমান ইসি শুরু থেকেই বিতর্কিত। আগের কমিশনের রেখে যাওয়া সুপারিশ বাস্তবায়ন করলে হয়তো কমিশন আরও শক্তিশালী হতো। স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে তা করাই উচিত ছিল। অথচ এ ব্যাপারে কোনও পদক্ষেপই নেয়নি এই ইসি।
কমিশনের বক্তব্য বিতর্কিত বলে মন্তব্য করে সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, ইসি বলছে মাঠপর্যায়ে কর্মকর্তারা তাদের কথা শোনেনি। আর নির্বাচনগুলোয় সহিংসতা ধাপে-ধাপে বেড়েছে। নির্বাচনকালীন কার্যক্রমে ইসিকে অনেকটাই নিষ্ক্রিয় মনে হয়েছে। এতে তাদের কোনও বোধোদয় আছে বলে মনে হয় না।
সাখাওয়াত হোসেন বলেন, ইসি শক্তিশালীকরণ, ইসির কার্যক্রম, আরপিও সংশোধনসহ স্বাধীন প্রতিষ্ঠানটির স্বকীয়তা নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু কথা বলে লাভ কী? তারা তো কোনও কিছুই পাত্তা দেয় না। কোনও সমালোচনা গায়ে মাখে না। প্রতিষ্ঠানটিকে কার্যকর করতে হলে কমিশনারদের বোধোদয়ের পাশাপাশি আইন সংশোধনের বিকল্প নেই বলে জানান তিনি।  

শেয়ার করুন