বরিশালে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা। নগরীর জিলা স্কুল মাঠে আয়োজিত ১২ দিনব্যাপী এই বইমেলার উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। আগামী ১৪ এপ্রিল পর্যন্তচলবে এই মেলা।
বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ গাউস মিয়ার সভাপতিত্বে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসন আমু এমপি। আরো উপস্থিত থাকবেন ঢাকার জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক অসিম সাহা। বই মেলায় অর্ধাশতাধিক স্টল থাকবে বলে জানা গেছে।