নিখোঁজ বিমানের খোঁজ ২৭ দিনেও পাওয়া যায়নি। যারা অনুসন্ধানকাজে জড়িত, তারা সত্যিকার অর্থেই বিমানটি কোথায় বিধ্বস্ত হয়েছে, তা জানে কিনা সে প্রশ্ন ওঠেছে। কোনো কোনো বিশ্লেষক মনে করছেন, বিমানটি নিয়ে সবাই অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে। বিমানটি নিখোঁজ হওয়ার দিনে কর্তৃপক্ষের হাতে যতটুকু তথ্য ছিল, এত অনুসন্ধানের পর তার থেকে বেশি একটু তথ্যও আর পাওয়া যায়নি।
বিমানটি নিখোঁজ হওয়া নিয়ে একের পর এক তত্ত্ব দেয়া হলেও কোনোটিই সত্য প্রমাণিত হয়নি। বর্তমানে দক্ষিণ ভারত মহাসাগরে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে যে তত্ত্বটি প্রচলিত রয়েছে, সেটাও সংশোধন করা প্রয়োজন মনে করছেন বিশ্লেষকেরা।
গত ৮ মার্চ ২৩৯ আরোহী নিয়ে কুয়ালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে বিমানটি নিখোঁজ হয়।
দক্ষিণ ভারত মহাসাগরে অনুসন্ধানকাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া