চট্টগ্রাম কলেজের দুই পরীক্ষার্থী কাজী মাহমুদুর রহমান রায়হান রাহী (১৮) ও উল্লাস দাসকে (১৮) গত ৩০ মার্চ চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকা থেকে বিতর্কিত তথ্যপ্রযুক্তি আইনে গ্রেপ্তার করে পুলিশ।
এর পরদিন তাদের কারাগারে পাঠানো হয়। দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ এনেছে পুলিশ।
ইন্টারনেটে ধর্মনিরপেক্ষতার পক্ষে প্রচারকারীদের অভিযোগ বলছেন, জামিনে থেকে সবসময় একে-তাকে হত্যার হুমকি দিলেও সফিউর রহমান ফারাবীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলেও ফারাবী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের ইন্ধনে পুলিশ দুই কিশোরকে গ্রেপ্তার করেছে।
রাহীর পরিবারের সদস্যরা বলছেন, ছাত্রশিবিরে যোগ না দেয়ায় এর ঘাঁটি বলে পরিচিত চট্টগ্রাম কলেজের এই ছাত্রকে পুলিশে দিয়েছে সংগঠনটির কর্মীরা।
অনলাইন একটিভিস্টরা বলছেন, ‘মুক্তমনা’ ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক ড. অভিজিৎ রায়ের একটি ব্লগের নিন্দা করে গত ৯ ফেব্রুয়ারি ফেইসবুকে একটি পাল্টা পোস্ট লেখেন ফারাবী শফিউর রহমান।
ফারাবীর পোস্টে মন্তব্য করতে গিয়ে অনেককেই অভিজিৎ রায়কে নাস্তিক আখ্যা দিয়ে তার বিরুদ্ধে বিষোদগার করতে দেখা যায়।
এক পর্যায়ে ফারাবী লেখেন, “অভিজিৎ রায় আমেরিকা থাকে। তাই তাকে এখন হত্যা করা সম্ভব না। তবে সে যখন দেশে আসবে তখন তাকে হত্যা করা হবে।