খালেদা জিয়ার সাথে বৈঠক করলেন ডানকান

0
122
Print Friendly, PDF & Email

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের আর্ন্তজাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী এল্যান ডানকান।

বুধবার রাত সাড়ে ৮ টা থেকে প্রায় ৪৫ মিনিট চেয়ারপারসনের গুলশানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন ,চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।

এদিকে রাত সাড়ে ৯টায় ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে বসেছেন খালেদা জিয়া।

শেয়ার করুন