‘হঠাৎ করেই আবিষ্কার করলাম আমি উভকামী’

0
180
Print Friendly, PDF & Email

সুপার মডেল মিরান্ডা কের আবিষ্কার করলেন যে তিনি বাইসেক্সচুয়াল বা উভকামী। আজ থেকে ছয় মাস আগে নিজের সম্পর্কে এই আবিষ্কারের পর স্বামী অর্লান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদ ঘটেছে তার। জিকিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যৌনতার ক্ষেত্রে আমি নারী-পুরুষ উভয়কেই পছন্দ করি।

তিরিশ বছর বয়েসী এই হট অস্ট্রেলিয়ান মডেল জানান, ‘আমি নারী বা পুরুষ দুজনের সঙ্গেই এ কাজ উপভোগ করি। কখনোই কাউকে না বলাটাই চর্চা করতে চাই আমি’। তিনি নিজের ভালোবাসা, যৌনতা এবং নারীর রহস্য নিয়ে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করতে আগ্রহী বলেই জানান।

‘নারী দেহকে দারুণ পছন্দ করি আমি। এটাই মানুষের সবচেয়ে সুন্দর অবয়ব’। তবে ‘আমি এখনো বিছানায় একজন সুপুরুষকেই পেতে পছন্দ করি’ বলে দ্রুত জানালেন সাবেক ভিক্টোরিয়াস সিক্রেটের এই মডেল। আবারো তার মনের লুকোনো কথা বেরিয়ে এলো, ‘তবুও আমি আরো আবিষ্কার করতে চাই’।

গত বছরের অক্টোবরে হলিউড তারকার ৩৯ বছর বয়েসী অর্লান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদ ঘটে মিরান্ডার। বিছানায় এ দুজনের রসায়ন দারুণ ছিলো বলেই খোলাসা করলেন তিনি।
গুঞ্জন রয়েছে যে, গত ডিসেম্বর থেকে তিনি বিজনেস টাইকুন ৪৬ বছর বয়েসী জেমস পারকারের সঙ্গে গোপনে প্রেম করছেন।

শেয়ার করুন