জামায়াতের তিন আইনজীবী কারাগারে

0
119
Print Friendly, PDF & Email

হরতালে সহিংসতা ও রাষ্ট্রের বিরোধীতাসহ হত্যা মামলায় তিন আইনজীবীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বুধবার সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট মো. শহীদুল ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

তিন আইনজীবী হলেন- সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. আব্দুস সোবহান মুকুল (৫০), অ্যাড. আজিজুর রহমান আজিজ (৫৫) ও অ্যাড. আবু বক্কর ছিদ্দিক (৫৮)।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক ইয়াছিন আলী জানান, হরতাল ও অরাজকতার নামে সহিংসতা সৃষ্টি, সরকার ও রাষ্ট্রের বিরোধিতাসহ বিভিন্ন অভিযোগে গত ৪ জানুয়ারি মামলা দায়ের করা হয়। এ মামলায় ওই তিন আইনজীবী, আলীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, ইসলামিক টেলিভিশনের সাংবাদিক আবু সাঈদসহ ১৬ জনকে আসামি করা হয়। উপ-পরিদর্শক আসাদুজ্জামান বাদী হয়ে রাষ্ট্রদ্রোহিতার এ মামলা দায়ের করেন।

এ মামলায় আইনজীবী আব্দুস সোবহান মুকুল হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তবর্তীকালিন জামিন পেয়েছিলেন।

বুধবার ওই তিন আইনজীবী সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। এ আবেদনের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট তাদের জামিন নামঞ্জুর করেন।

শেয়ার করুন