ময়মনসিংহের ত্রিশালে জঙ্গি ছিনতাই ঘটনায় গ্রেফতারকৃত ৬ জেএমবি সদস্যকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।
বুধবার দুপুরে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে আগে-পেছনে র্যাব, এসবি ও পুলিশের একাধিক প্রটেকশন ভ্যানের মাধ্যমে তাদের আদালতে হাজির করা হয়। এ সময় গোটা আদালত প্রাঙ্গণ নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেয়া হয়। ৩ জঙ্গি ছিনতাই ঘটনায় ত্রিশাল থানায় দায়েরকৃত একটি মামলায় বুধবার ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয় জেএমবি সদস্য জাকারিয়া হিমেল ও রাসেলকে। একই ঘটনায় ভালুকা মডেল থানায় দায়েরকৃত অপর একটি মামলায় একই আদালতে হাজির করা হয় জেএমবি সদস্য আজমীর ওরফে অমিত, আলামিন, গোলাম সারোয়ার রাহাত ও জিয়াউল ইসলাম জিতু। পরে তাদের পুনরায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।