পাবনার ভাড়াড়া ইউনিয়নের পীরপুর গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম আমজাদ মন্ডল (৫০)। বুধবার সন্ধ্যা ৭টার দিকে শালিসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, হাফান গ্রুপ ও জালাল গ্রুপের সমর্থকদের মধ্যে উপজেলা নির্বাচনের দিন হাতাহাতি হয়। এ নিয়ে আজ বিকালে শালিস ডাকা হয়। সেখানে এক পর্যায়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। এতে আমজাদ মন্ডল নামে একজন নিহত হন। এছাড়া আহত হয়েছেন প্রায় ১০ জন।