নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনা একজন নিহত

0
231
Print Friendly, PDF & Email

নাটোরের লালপুরে বুধবার সিএনজি-কাভার্ড ভ্যানের সংঘর্ষে পল্লী চিকিৎসক মকিম উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি কুষ্টিয়ার কুমারখালির নন্দলালপুর গ্রামের মৃত মুন্সী মনির উদ্দিনের ছেলে। বেলা সাড়ে ১১টার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কের নবীনগর নামক স্থানে এ ঘটনা ঘটে। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুর রাজ্জাক জানান, বুধবার পল্লী চিকিৎসক মুন্সী মকিম উদ্দিন (৫৫) উপজেলার সালামপুর গ্রামে মেয়ে-জামাইয়ের বাড়ি থেকে কুষ্টিয়ায় নিজের বাড়িতে ফিরছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কের নবীনগর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান (রাজশাহী-ট-৪৬৯৬) অটো সিএনজির (কুষ্টিয়া-হ-১১-০০০৭) মুখোমুখি সংঘর্ষে মুন্সী মকিম উদ্দিন আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত মকিম উদ্দিনের ভাগিনা মনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি চালকসহ থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে

শেয়ার করুন