খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন বড়নাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বড়নাল পুরান বাজার গুচ্ছগ্রামের প্রকল্প চেয়ারম্যান মো: বশির আহাম্মদকে গুচ্ছগ্রামের রেশন কার্ডধারীদের খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। বড়নাল পুরান বাজার গুচ্ছগ্রামের প্রকল্প চেয়ারম্যান হিসেবে রেশন কার্ডধারীদের ফেব্রুয়ারি-মার্চ মাসের রেশন যথাযথভাবে বিতরণ না করে তা আত্মসাতের মাধ্যমে দলীয় ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ৪৬ (চ) (ঞ) ধারা মোতাবেক তার প্রাথমিক সদস্যপদ বাতিল সহ তাকে দলের সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার (২ এপ্রিল ২০১৪খ্রি.) বিকাল চারটার দিকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়। তার কৃতকর্মের দায়-দায়িত্ব বাংলাদেশ আওয়ামীলীগ বিহন করবেনা উল্লেখ করে জনগণের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।প্রসঙ্গত, বড়নাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বড়নাল পুরান বাজার গুচ্ছগ্রামের প্রকল্প চেয়ারম্যান মো: বশির আহাম্মদকে রেশন কার্ডধারীদের অনুকূলে ফেব্রুয়ারি-মার্চ মাসের রেশন বিতরণ না করে তা বিক্রি করে ২৭ লক্ষাধিক টাকা নিয়ে গত সোমবার উধাও হয়ে যায়। যা নিয়ে রেশনকার্ডধারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টিসহ এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হলে ঘটনার দুই দিনের মাথায় তাকে আওয়ামীলীগ থেকে বহিষ্কার করা হয়।