রাজধানীর চকবাজার থানার ছোটকাটরা এলাকায় একটি পারফিউম তৈরির কারখানায় আগুনে কারখানার তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ তিন শ্রমিক হলেন- মো. আবদুল আজিজ (৩১), মফিজ উদ্দিন (৪২) এবং মো. কবির হোসেন (৩০)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে ছোটকাটরার হাবিবুর রহমান সড়কে অবস্থিত একটি পঞ্চম তলা ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় বিড়ি থেকে আগুন লাগে। তাত্ক্ষনিক তা কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্তলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা অগ্নিদগ্ধ তিন শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রাত ৮টার দিকে জানান, আগুন নিয়ন্ত্রণে আছে।
হাসপাতালে আহতরা জানান, কারখানায় কাজ করার সময় বিড়ির আগুন থেকে এই আগুন লাগে।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিত্সক কৌশিক মল্লিক জানান, আগুনে কবির হোসেনের ৮৫ শতাংশ, মফিজ উদ্দিনের ৩০ শতাংশ এবং আবদুল আজিজের ৫০ শতাংশ পুড়ে গেছে