বর্তমান সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার রফিক বলেন, বর্তমান সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এ সরকারের কোনো জনসম্পৃক্ততা নেই।
‘বিএনপি নাকে খত দিয়ে উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে’ এমন বক্তব্য দিয়ে ইসি সংবিধান লঙ্ঘন করেছেন বলেও তিনি মন্তব্য করেন। তিনি অবিলম্বে ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার আব্দুল মোবারককে প্রত্যাহার করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানান।
রফিকুল ইসলাম বলেন, উপজেলা নির্বাচনে প্রামণিত হয়েছে এই নির্বাচন কমিশনার ও শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।